স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরে মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মারা গেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণশাসন কশরতলে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত পংকী মিয়ার (৩৫) বাড়ি ওসমানীনগরের চাতলপাড় গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে ব্রাহ্মণশাসন কশরতলে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে পংকীর মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।
Sharing is caring!