স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিয়ারসহ মাদক চোরোকারবারি দুজনকে আটক করা হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়ন রবিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকার বাদেশ্বর থেকে তাদের আটক করে।
মাদক চোরাকারবারীরা হলেন- মো. আবুল হোসেন (২৭) বিছানাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মনছুর চৌধুরী (২৩)।
আটককালে তাদের কাছ থেকে ভারতীয় ৫ বোতল বিয়ার ও মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজন মাদক চোরাচালানের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত বলে স্বীকার করেছে।
পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Sharing is caring!