স্টাফ রিপোর্টার:
ঢাকার মহাখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক ও রেলপথ অবরোধ কারণে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যার ফলে ঢাকায় আটকা পড়েছেন সিলেটের অনেক যাত্রী। এদিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যথা সময়ে ট্রেন ছেড়ে গেলেও মহাখালীতে যাওয়ার পরেই আটক পড়েছে ট্রেন। যার ফলে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
এদিকে ঢাকা মহাখালী, আগারগাঁও, বসিলা, গাবতলী, মোহাম্মদপুর এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই সড়কে নেমে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা। তাদের এই আন্দোলনের ফলে এসব এলাকার প্রধান সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, সিলেটে সকাল থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে সকালে একটি ট্রেন এসেছে। বাকিগুলো অবরোধের কারণে আসতে পারেনি। তবে সকাল থেকে সিলেটের ট্রেন যথাসময়ে ছেড়ে যাচ্ছে। বিকাল সাড়ে ৩টার পারাপথ ছেড়ে গিছে। রাতের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে।
গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com