প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভাইরাল সেই মুক্তা-ইব্রাহিমের বিরুদ্ধে মামলা

editor
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
ভাইরাল সেই মুক্তা-ইব্রাহিমের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে হবিগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর এর আদেশ দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে আইনজীবী সেলিম আহমেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয় চুনারুঘাট উপজেলার ইসমাইল মিয়ার পুত্র ইব্রাহিম ও তার স্ত্রী মুক্তা আক্তারকে।

মামলার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তাদের একটি ভিডিওটি শেয়ার করেছেন অনেকে। ভিডিওটি সুরা ফাতেহাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এই কনটেন্ট মানুষের ধর্মানুভূতিতে আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, ইব্রাহিম নামাজে যাচ্ছিল, এ সময় মুক্তা বারান্দার সিড়িতে বসে থালায় চাউল খুটছিল। ইব্রাহিমের ধাক্কায় থালা পড়ে গেলে মুক্তা ব্যঙ্গ করার স্বরে বলে উঠে মালিকী ইয়ামুদ্দিন জবাবে ইব্রাহিম বলছে ইয়্যাকা না’বুদু অইয়্যাকা নাস্তাঈন। আমি নামাজ পড়তে যাই। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে হাসির রুল পড়ে।

ভিডিওটিতে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় উঠে। অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের গ্রেফতারের দাবি জানান। মুক্তা আক্তার আর ইব্রাহিম চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামের বাসিন্দা।

এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গ্রেফতারের দাবী উঠলে তারা লাইভে এসে ক্ষমা চেয়েছেন। তারপরও তৌহিদী জনতা তাদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন। এরই মধ্যে তাদের ধরতে কয়েক দফা অভিযান চালালেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।

মামলার বাদি আইনজীবী সেলিম আহমেদ বলেন, মুসলমান হিসেবে সকলের ধর্মানুভূতিতে আঘাত আনা হয়েছে। তাদের শাস্তির দাবিতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর এর আদেশ দিয়েছেন।

Sharing is caring!