প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের যেসব প্রতিষ্ঠানে হামলা

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ণ
সিলেটের যেসব প্রতিষ্ঠানে হামলা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে কেএফসি রেস্টুরেন্ট, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন দোকান ও রেস্টুরেন্ট যেখানে কোক ও পেপসি আছে সেখানে ভাঙচুর করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার জোহরের নামাজ শেষে সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন ব্যানারে নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষজন কোর্ট পয়েন্টে এসে জড়ো হন। এখান থেকে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে নগরীর চৌহাট্টা পয়েন্টে যান। সেখান থেকে বিক্ষোভরত লোকজন দরগাহ গেইট ও জিন্দাবাজার এলাকার বাটার শোরুম ও আম্বরখানা এলাকাস্থ ইউনিমার্টে ভাঙচুর করে। এসময় বাটার শোরুমের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে সেখান থেকে জুতা লুটপাট করা হয়। তাছাড়া কিছু জুতায় আগুনও ধরিয়ে দেয়া হয়।

Manual8 Ad Code

ইসরাইলি প্রতিষ্ঠান দাবি করে ভাঙচুর করা হয় নয়াসড়ক এলাকায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে। ওই ভবনে থাকার আরো ২টি রেস্টুরেন্টেও একই ঘটনা ঘটে। আসবাবপত্র ও গ্লাস ভেঙে ফেলা হয়।

Manual7 Ad Code

এ ছাড়াও কোক রাখার জন্য জালালাবাদ এলাকার ফুলকলি, চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্ট, আম্বরখানাসহ নগরীর বিভিন্ন এলাকার ডিপার্টমেন্টাল স্টোরে হামলা চালানো হয়। এসব দোকান থেকে কোক, পেপসি, ফান্টাসহ বিভিন্ন পণ্য ইসরায়েলি দাবি করে ভেঙে নষ্ট করে ফেলা হয়। তাছাড়া আম্বরখানাস্থ চায়না মার্কেটে কয়েকটি মোবাইল ফোনের দোকানে হামলার চেষ্টা হলেও স্থানীয়রা তা প্রতিরোধ করেন।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code