প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ‘কম দুর্ঘটনার’ মাসেও প্রাণ হারালেন ২৭ জন

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ
সিলেটে ‘কম দুর্ঘটনার’ মাসেও প্রাণ হারালেন ২৭ জন

স্টাফ রিপোর্টার:
সিলেটে গত ফ্রেবুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে কমেছে সড়ক দুর্ঘটনা। এতে মুত্যুর সংখ্যাও কমেছে। তবে কম মৃত্যুর মাসেও প্রাণ হারিয়েছেন ২৭ জন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, এবারের পবিত্র ঈদ উল ফিতরে সড়ক পথে সিলেট বিভাগে ঈদ যাত্রা ছিল স্বস্তি দায়ক। ফেব্রুয়ারী মাস থেকে মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। সিলেট বিভাগে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের প্রানহানি ঘটেছে। মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন।

মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে হবিগঞ্জ জেলায়। মার্চ মাসে সিলেট জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্চ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৭ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী ও ৫ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ১০ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ১ জন, এসময় ১০ জন চালক নিহত হয়েছেন। এছাড়া মার্চ মাসে নিহত ২৭ জনের মধ্যে ২২ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছিলেন।

Sharing is caring!