প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই সফর, ১৪৪৭ হিজরি

বন্দরবাজার থেকে ২ জনকে ধরলো পুলিশ

editor
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
বন্দরবাজার থেকে ২ জনকে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরমধ্যে গতকাল রোববার রাতে বন্দরবাজারস্থ পোস্ট অফিসের প্রধান গেট থেকে ২৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওজিমুল রহমান (৩০) সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুরি কাহনিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

এদিকে, রোববার মধ্যরাতে বন্দরবাজারস্থ পেপার পয়েন্ট থেকে ইয়াবাসহ আরো একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রহিম (৪০) নগরীর আখালিয়ার নেহারি পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মাদক আইনে দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Sharing is caring!