স্টাফ রিপোর্টার:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৩ জনকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচার কাজে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বড়ধলীয়া গ্রামের তেমুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন নরসিংদী জেলার বিলাসদী গ্রামের ওসমান ভূইয়ার ছেলে মো. মাহফুজ ভূইয়া (২৯) এবং শফি মোল্লার ছেলে মো. সোহাগ (২৮)।
এছাড়া অপর আরেকটি অভিযানে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই সময় ১টি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। আটক হুসেন আল বাদশা (৩৬) হবিগঞ্জের চুনারুঘাট থানার গনকিরপাড় গ্রামের মৃত আ. মতলিবের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের পূর্বক ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
Sharing is caring!