প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের বাস টার্মিনালে অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

editor
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ
সিলেটের বাস টার্মিনালে অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:
সিলেটে ঈদুল ফিতরে যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ লক্ষ্যে বাস টার্মিনালে অভিযান চালানো হয়েছে। অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ভিজিলেন্স টিম সিলেট বিআরটি, পুলিশ, সিলেট সিটি কর্পোরেশন ও বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

সিলেট বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ও বিআরটিএ সিলেট বিভাগ উপপরিচালক মো. ডালিম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিআরটিএ সিলেট বিভাগ মোটরযান পরিদর্শক মো. আব্দুল বারী, বাস মালিক সমিতি সিলেট সহ সভাপতি হাসান চৌধুরী, সিলেট জেলার ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকাপ পাওয়ার ব্যাংক মালিক সমিতি ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন।
পাশাপাশি বিআরটিএর প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে জালালাবাদ পরিবহনকে ২ হাজার টাকা ও ইমন পরিবহনকে ১ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে দেয়া হয়।

Sharing is caring!