
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর হুমায়ূন রশিদ চত্বর থেকে রহমত আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বরস্থ গ্রীণ লাইন বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
রহমত আলী (২২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
তার কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রহমত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!