স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে বন্দরবাজার সিটি সুপার মার্কেট এর সামন থেকে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বন্দরবাজার সিটি সুপার মার্কেট এর সামনে সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদের আটক করা হয়। পরে পর্যালোচনায় তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা পাওয়া যায়।
আটক ছিনতাইকারীরা হলেন, সিলেটের শাহপরান থানার টিকরীপাড়া (উত্তর পাড়া) এলাকার মো. শফিক মিয়ার ছেলে মো. আইন উদ্দিন (২৬), শাহপরান থানার হাতুড়া (৯ নং ওয়ার্ড) এলাকার বোরহান উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২) ও সিলেটের দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকার শমসু মিয়ার ছেলে জামিল আহমদ (২২)।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com