প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

সিলেটে ২৪ ঘন্টার মধ্যে যুবককে হত্যা র রহস্য উদঘাটন, গ্রেফতার ২

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ণ
সিলেটে ২৪ ঘন্টার মধ্যে যুবককে হত্যা র রহস্য উদঘাটন, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর উপজেলায় ধান ক্ষেত থেকে মাখন মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, ওসমানীনগর উপজেলার তাজপুর আইলাকান্দি গ্রামের আলা মিয়ার ছেলে আলমগীর আলী (৩০) এবং একই গ্রামের মৃত আরিজ উল্লাহ এর ছেলে আজাদ মিয়া (৫৫)। এসময় আলমগীর আলীর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে তারাবীর নামাজ শেষে ভিকটিম মাখন মিয়া ঘর হতে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি স্বজনরা। পরদিন দুপুরে মাখন মিয়ার লাশ তার বাড়ির পাশে বোরো ধানীয় জমিতে পাওয়া যায়।

মাখন মিয়ার বর্তমান ঠিকানা তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামে হলেও স্থায়ী ঠিকানা একই উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে।

এদিকে, লাশ উদ্ধারের পর ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে।

পুলিশ জানায়, রোববার দুপুরে আইলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে লমগীর আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আলমগীর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তার জবানবন্দীর প্রেক্ষিতে রোববার রাতে আইলাকান্দি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আজাদ মিয়াকে গ্রেফতার করা হয়।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো.মোনায়েম মিয়া।

Sharing is caring!