প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

সিলেটে পুলিশের জালে ৩ জন

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ণ
সিলেটে পুলিশের জালে ৩ জন

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঢাকার ডেমরা থানার মো. তৈয়ব আলীর ছেলে মো. নবী হোসেন (২০), তুরাগ থানার মো. তোফায়েল আহমদের ছেলে মোঃ সাইফুল ইসলাম তাইজুল (৩০), এবং ময়মনসিংহের মো. নবী হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, শনিবার রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালানো হয়। এসময় একটি মাইক্রোবাস আটক করে এতে তল্লাসী চালায় পুলিশ।

তল্লাসীকালে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ৯ লক্ষ ৯৯ হাজার টাকা মূল্যের চকলেটসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে চকলেটগুলো ভারতীয় সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসেছে তারা।

Sharing is caring!