প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

তাহিরপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

admin
প্রকাশিত
তাহিরপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় অফিসার চয়েস মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্থভুজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামাল হোসেন।

 

এ ঘটনায় তিন মাদককারবারিসহ চার জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

 

মামলায় পলাতক আসামিরা হলেন, একই গ্রামের লালু মিয়ার ছেলে চিহ্নিত মাদক কারবারি আবুল বাসার ওরফে আবুল (৩৮) ফরব আলীর ছেলে শাহ আলম (৪২) এবং আল আমিন।

 

জানা যায়, বুধবার রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি আবুলের বাড়ির নীচে গোপনে মাদক কেনা বেছা করছে। এমন সংবাদ পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম ইনচার্জ জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম আবুলের বাড়ীর নীচে অভিযান চালালে মাদক কারবারিরা ডুবার (গর্ত) মধ্য মদের বস্তা পেলে দেয়। এসময় মাদক কারবারি আবুল, শাহ আলম, আল আমিন দৌড়ে পালাতে পারলেও কামাল হোসেনকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে। পরে তার তথ্যের মতে ডুবার পানির মধ্য থেকে তিনটি বস্তার মধ্যে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৭১ বোতল মদ জব্দ করে পুলিশ।

 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযান চালিয়ে মদসহ একজনকে পুলিশ গ্রেপ্তার করে কোর্ট হাজতে চালান করেছে। তিনজন দৌড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

 

তিনি বলেন, চতুর্থভুজ গ্রামের মদের আস্তানা ভেঙে চুরমার করে দেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন।