সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ১৮ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক:
অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে বাংলাদেশ থেকে যাওয়া এক দম্পতিকে আটক করেছে ভারতীয় পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরের পুলিশ তাদেরকে আটক করে।
অভিযুক্তদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়েছে, পুনে সিটি পুলিশের হাতে আটক হওয়া বাংলাদেশি ওই দম্পতির নাম জে এ আলি খান ও তার স্ত্রী এম আক্তার শিউলি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুনের বুধওয়ার পেঠের ক্রান্তি হোটেল এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে।
পরে শুক্রবার তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে ফরাসখানা থানায় এফআইআর দায়ের করে পুলিশ।
পুনের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর শাব্বির সায়াদ বলেন, ‘অভিযুক্ত দম্পতি কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিল বলে তদন্তে জানা গেছে। তারপর তারা হাওড়ায় পৌঁছে, যেখান থেকে ট্রেনে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। এরপর তারা পুনে আসেন। একজন অটোরিকশা চালক তাদের বুধওয়ার পেঠে নামিয়ে দেন। তথ্য পাওয়ার পর, আমাদের দল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে।’
অভিযুক্ত দম্পতি দরিদ্র পরিবারের সদস্য এবং আর্থিক সমস্যার কারণে তারা ভারতে এসেছিলেন বলেও তদন্তে উঠে এসেছে।
এদিকে আটকের পর ওই দম্পতিকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। আরও তদন্ত চলছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
অন্যদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশের অভিযোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুনের বুধওয়ার পেঠে একজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ, উভয়েই বাংলাদেশের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাদের আটক করে। অভিযুক্তদের একজন জুয়েল আখতার আলী খান নামে ২৬ বছর বয়সী এক পুরুষ রয়েছে এবং তার সঙ্গে ২১ বছর বয়সী এক নারীকেও আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ‘জুয়েল আখতার আলী খান বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা এবং সঙ্গে থাকা নারী বাংলাদেশের কেন্দুয়ার বাসিন্দা। দু’জনেই দাবি করেছেন যে তারা বিবাহিত।’
পুলিশ আরও জানিয়েছে, ‘আমরা তাদের বুধওয়ার পেঠের গলিতে চলাফেরা করতে দেখি এবং পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়। আমরা তাদের নথিপত্র দেখাতে বলেছি কিন্তু তারা কোনও নথি সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। আমরা তাদের ব্যাগ চেক করে বাংলাদেশি পরিচয়পত্র খুঁজে পেয়েছি।’
পুলিশের দাবি, ‘মঙ্গলবার তারা কাজের সন্ধানে পুনে এসেছিল বলে ওই দম্পতি জানিয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা বাংলাদেশে থাকার সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা ধার নিয়েছিল এবং সেটি থেকে বাঁচার জন্যই তারা পালিয়ে ভারতে প্রবেশ করে।’
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 |
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 |