প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৬ হিজরি

কুলাউড়ায় ৭ পলাতক আসামি পুলিশের খাঁচায়

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ
কুলাউড়ায় ৭ পলাতক আসামি পুলিশের খাঁচায়

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় থানাপুলিশের বিশেষ অভিযানে ৭ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইমদাদুর রহমান চৌধুরী (৩১), আব্দুল বারী (৩৮), লিটন মিয়া (৩৫), বিল্লাল মিয়া (৪২), শামীম আহমদ (৩০), বদরুল ইসলাম (৪২) ও জমির আলী (২৬)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, এসআই মোহাম্মদ আলী, সুজন তালুকদার ও মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেটের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনা অনুযায়ী কুলাউড়ায় পুলিশের বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

Sharing is caring!