প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

১০০ মিনিটের ম্যাচে সমস্যা দেখছে না ফিফা

admin
প্রকাশিত
১০০ মিনিটের ম্যাচে সমস্যা দেখছে না ফিফা

 

ক্রীড়া ডেস্ক:

আগের বিশ্বকাপে চার-পাঁচ মিনিট ইনজুরি সময় হলে কোচরা সমালোচনার ঝড় তুলতেন। এই বিশ্বকাপে সেই ইনজুরি সময় দশ মিনিট পর্যন্ত ঠেকেছে। কয়েকজন এ নিয়ে কিছু মন্তব্য করলেও ফুটবলপ্রেমীরা ৯০ মিনিটের ম্যাচ ১০০ হওয়া নিয়ে সমালোচনায় মেতেছে।

৯০ মিনিটের বৃত্ত থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি অবশ্য স্বাভাবিকভাবেই দেখছে ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপ। ইতালির সাবেক ফুটবলার ও কোচ আলবার্তো জাচ্চরোনি বেশি ইনজুরি সময়কে স্বাভাবিকই দেখছেন,‘এই বিশ্বকাপের ম্যাচগুলোতে পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করা যাচ্ছে। পাশপাশি ভিএআরেও সময় যাচ্ছে। সেইগুলো পুষিয়ে দিতে সাত-আট মিনিট এমনকি দশ মিনিটও দেয়া হচ্ছে। এটা যৌক্তিকই।’

 

এখন পর্যন্ত বিশ্বকাপে অন্যতম আলোচিত বিষয় ভিএআর। উদ্বোধনী ম্যাচরে দশ মিনিটের মধ্যেই ভিএআরের প্রয়োগ ছিল। প্রায় প্রতি ম্যাচেই এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ভিএআর ফুটবলে অতিরিক্ত ব্যবহার নিয়েও সমালোচনা উঠেছে। এই প্রসঙ্গে নাইজেরিয়ান সাবেক ফুটবলার ও টেকনিক্যাল কমিটির সদস্য সানডে ওলিসনের মত,‘ভিএআরের বিষয়টি কলিনার (রেফারির কমিটির প্রধান)। তিনি এই ব্যাপারে ভালো বলতে পারবেন। তবে আমাদের দৃষ্টিতে ভিএআরের প্রয়োগের মাধ্যমে খেলোয়াড়দের পারফরম্যান্সে বড় কোনো পাথর্ক পড়ছে না।’

এখন পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে চমক দেখিয়েছে আফ্রিকা ও এশিয়ার দেশগুলো। আফ্রিকার পাঁচ দেশের পাচ জনই স্বদেশীয় কোচ। এই বিষয়ে নাইজেরিয়ার সাবেক জাতীয় ফুটবলারের মন্তব্য, ‘এটা অবশ্যই ফুটবল উন্নয়নের দিক। আফ্রিকান দেশগুলো তাদের দেশীয় কোচদের দিয়েই উন্নতি করছে। আরেক দিক থেকে বিবেচনা করলে আফ্রিকান কোচদের ইউরোপের শীর্ষ স্তরে কোচিংয়ের সুযোগ পান না। ফলে আফ্রিকায় কোচিংয়ের বিকল্প নেই। দেশগুলো তাদের মহাদেশের কোচদের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।’

কাতার বিশ্বকাপে ৬৪ ম্যাচের মধ্যে ইতোমধ্যে ২০টি সমাপ্ত। ৩২ দলই একটি করে ম্যাচ খেলেছে। কোনো কোনো দল দু’টিও খেলেছে। প্রথম পর্বের প্রথম অংশ নিয়ে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ আজ শনিবার মিডিয়ার সামনে এসেছিল। এই কমিটির প্রধান আর্সেন ওয়েঙ্গার অবশ্য আসেননি। কমিটির তিন সদস্য নাইজেরিয়ার সানডে অলিসেন, ইতালির আলবার্তো জাচ্চেরনি ও কলম্বিয়ার ফ্রয়েড মনড্রাগন সাংবাদিকদের বিভিন্ন বিষয়ের উত্তর দিয়েছেন। তাদের পর্যবেক্ষণ এখন পর্যন্ত টেকনিক্যাল ও ফিজিক্যালি উভয় দিক থেকে খেলার মান যথেষ্ট ভালো।

সংবাদটি শেয়ার করুন।