প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রি, জরিমানা

admin
প্রকাশিত
বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রি, জরিমানা

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময় ৫০ কেজি পচা মিষ্টি ধ্বংস করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) বেলা একটায় বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানার একদল পুলিশ।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রির অভিযোগে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মানসম্মত পরিবেশে তৈরী ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন।