প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বড়লেখায় টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের টাউনহল সভা

admin
প্রকাশিত
বড়লেখায় টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের টাউনহল সভা

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায়‘কোভিড-১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনস্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ’ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দেকে নিয়ে টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় ভিলেজ সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ভিএসডিও এই সভার আয়োজন করে।

সভায় স্বাগত বক্তব্য দেন ভিএসডিও এর নির্বাহী প্রধান এমএএইচ শাহীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শুভ্রাংশু শেখর দে’র সভাপতিত্বে ও হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত টাউনহল সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান কার্যক্রম তৃণমূল পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব।

সভার মূল বক্তব্য উপস্থাপন করেন ‘এডাব’এর জেলা প্রতিনিধি রোকসানারা আক্তার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু লাল দে, ষাটমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রামের প্রধান শিক্ষক বদরুল হোসেন, মোহাম্মদনগরের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, বিওসি’র প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী, হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান খান, এমটিইপিআই শৈলেশ চন্দ্র নাথ, স্বাস্থ্য সহকারী মাসুক আহমদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন।