প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

৭ বলের ওভার করলেন শরীফুল!

admin
প্রকাশিত
৭ বলের ওভার করলেন শরীফুল!

 

ক্রীড়া ডেস্ক:

 

যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটে যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। একজন ব্যাটার কিংবা বোলারের নাড়ি-নক্ষত্র বিশ্লেষণ করে ফেলা যায় সহজেই। এমন সময়ে ভুল যে একেবারে হয় না সেটা কিন্তু নয়। আম্পায়াররা মাঝেমধ্যেই ভুল করেন।

যার মাসুল দিতে হয় কোনো এক দলকে। সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে শরীফুল যেমন একটু বেশি খাটনি করলেন।

হুট করে সিরিজের দ্বিতীয় টেস্টে ডাক পেয়ে ভালো বোলিং করছেন পেসার শরীফুল ইসলাম। তিনিই আজ তিন অঙ্ক ছুঁয়ে ফেলা ক্যারিবিয়ান ওপেনিং জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু দেন। ওই ওভারের আগের ওভারে মজার এক ঘটনা ঘটে। ওভারটিতে মোট সাতটি বৈধ বল করেন শরীফুল! এরপর আম্পায়ার তার ওভারটি সমাপ্ত ঘোষণা করেন।

ইনিংসের সেটি ২৪তম ওভার ছিল। প্রথম দুই বলে ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্রাফেট কোনো রান নিতে পারেননি। তৃতীয় বলে একটি বাউন্ডারি। চতুর্থ বল ডট দিয়ে পঞ্চম বলে একটি সিঙ্গেল নেন ব্রাফেট। ষষ্ঠ বলে জন ক্যাম্পবেল রান নিতে পারেননি। এখানেই শরীফুলের ওভার শেষ হওয়ার কথা। কিন্তু আম্পায়ার হয়তো টের পাননি। তাই সপ্তম বলটি করতে আসেন শরীফুল। ওই বলেও ক্যাম্পবেল কোনো রান নিতে পারেননি। ফিরতি ওভারে এসে এই ক্যাম্পবেলকেই (৪৫) তুলে নেন শরীফুল।

সংবাদটি শেয়ার করুন।