প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি: সমাজকল্যাণ উপদেষ্টা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ণ
সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি: সমাজকল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:
সামাজিক সুরক্ষাখাতে বড় বাধা দুর্নীতি বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেছেন, ‘শুধু অর্থ বরাদ্দ দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল হবে না। সামাজিক সুরক্ষাখাতে দুর্নীতি বড় বাধা, ফলে শক্তিশালী তদারকি প্রয়োজন।’

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশে সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সামাজিক সুরক্ষা খাতে দরিদ্রতা দূর করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো সহায়তা নির্ভর না হয়ে কর্মমুখী হওয়া উচিত। এত সামান্য টাকায় তাদের কোনো কল্যাণ হয় না। এতে করে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়।’

দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহি নিশ্চিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ড্যাসবোর্ড তৈরি করে দেওয়ার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক সুরক্ষাখাত নিয়ে কাজ করছে। তবে ভাতাপ্রাপ্তদের তালিকায় পরিবর্তন দরকার। এ খাতে উপকারভোগীদের তালিকায় দুর্নীতি আছে। ড্যাসবোর্ড তৈরি হলে সামাজিক সুরক্ষার কর্মসূচিগুলোর কার্যক্রম জোরালো নজরদারির মধ্যে রাখা সম্ভব হবে।’

Sharing is caring!