সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে চারদিকে বন্যার পানিতে সয়লাব। সেই বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তারা মিয়া (৫০) উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গোয়ালগাঁও (বাজারহাটি) গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কের কালনীপাড়া, সৌলরী, গাজীপুর অংশে সড়ক ভেঙে প্রবল বেগে হাওরে পানি প্রবেশ করছে। মঙ্গলবার বিকেলে কাকাইলছেও বাজারসংলগ্ন গাজীপুর ভাঙা সড়কে তারা মিয়া জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় তিনি নদীর ভাঙা অংশে মাছ ধরতে গেলে পানির স্রোতে ভেসে যান। উপস্থিত লোকজন বিষয়টি দেখে তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com