সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২২
রংপুর প্রতিনিধি:
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি রংপুরে তার দপ্তরের পাশে জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে থাকতেন।
অফিস সহায়ক বদিউজ্জামান বলেন, মঙ্গলবার সকালে দেরি দেখে তাকে ডাকতে যাই। এসময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে সাওয়ারের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আমার চিৎকার এবং কান্নাকাটি শুনে অন্যরাও ছুটে এসে পুলিশে খবর দেন।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ওয়ালিউর রহমান আকন্দের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com