সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২২
সিলেট প্রতিনিধি:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ‘তার দলের কেউ আসে নাই, তার দলের সব ঘরে বইশা ফাটাইয়া ফেলতেছে সব। উনিই বলুক তার দলের কাছ থেকে কি পাইছে আমরা শুনি।’
সিলেটের বন্যা পরিস্থিতি তুলে ধরে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা সম্পর্কে অবগত করে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের বাজারে চিঁড়া, গুড়ের দাম বেড়ে গেছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। সিলেট সিটি করপোরেশন মাত্র ৩০ টন চাল বরাদ্দ পেয়েছে। এটি বাড়ানোর দাবি জানান তিনি। চারটি মেডিকেল টিম সিলেট নগরে কাজ করছে। আরো লোকবল বাড়ানো গেলে মেডিকেল টিম বাড়ানো যাবে বলে জানান তিনি।
মেয়র জানান, সিলেটের কয়েকটি এলাকা দিয়ে আকস্মিক পানি ঢুকে নগর ডুবে যায়। এজন্য শহর রক্ষা বাঁধের প্রয়োজন। ১৫ কিলোমিটার এলাকায় শহর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান। এসময় প্রধানমন্ত্রী দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com