সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুন ২০, ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলার বন্যা কবলিত বাঘা ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
সোমবার (২০ জুন) বিকেল ৫ টায় বাঘা পরগনা বাজার এলাকায় তিনি ত্রাণ বিতরণ করেন।
এসময় তিনি বলেন, স্মরকালে এমন বন্যা কেউ দেখেনি। সরকার বন্যার্তদের সহায়তায় পরর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করেছে। পানিবন্দি মানুষদের উদ্ধার করতে সেনাবাহিনী কাজ করছে। আপনারা মনোবল হারাবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে। জেলা, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা কাজ করছেন। সকলের প্রচেষ্টায় আমরা দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারো।
এসময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবীর, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ক্রীড়া সম্পাদক ও ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম সেবুল, আজমল হোসেন মনি, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com