সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২২
প্রজন্ম ডেস্ক:
বন্যার্তদের সাহায্যার্থে জাতীয় পার্টির ১০ সদস্যের টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জাপার কো-চেয়ারম্যান সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদারকে টিম প্রধান করে সিলেটসহ সারা দেশে অসহায় বন্যার্তদের সাহায্য করতে এ টিম গঠনের নির্দেশ দেন পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের এমপি।
জানা গেছে, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত অনুযায়ী টিম গঠনের নির্দেশনা পেয়েই কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার সবার সঙ্গে আলোচনা করে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এছাড়া অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্তবানদের আহ্বান জানিয়েছেন।
তিনি সিলেটে অসহায় বন্যার্তদের মাঝে তার টিমসহ ত্রাণ সামগ্রী নিয়ে যত দ্রুত সম্ভব পৌঁছে যাবেন বলে দলীয় চেয়ারম্যানকে আশ্বাস দিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com