সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
কুলাউড়া প্রতিনিধি:
হাকালুকি হাওরের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা অংশে নৌকাডুবিতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী তানিম সিদ্দিকী (১৯) নামে তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১৩) জুন বিকেল সাড়ে ৫ টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি। ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় তাঁর হাওর থেকে তানিমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা
তানিম বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের তাজুল সিদ্দিকীর ছেলে এবং ভাটেরা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তানিম তার বন্ধু স্বজনসহ ৮ যুবক বরমচালের ইটাখোলা থেকে নৌকাযোগে পার্শ্ববর্তী ভাটেরা ইউনিয়নের শাহমীর গ্রামে দাওয়াত খেতে যান। বিকেলে ফেরার পথে হাকালুকি হাওরে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
এ সময় তার সাথে থাকা ৭ জন সাতরে তীরে ওঠেন। কিন্তু তানিম হাওরের পানিতে ডুবে নিখোঁজ হোন। পরে স্থানীয়দের সাথে নিয়ে তানিমের স্বজনরা নৌকা দিয়ে তাঁকে হাওরে খোঁজতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা পর রাতে পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিভাবকের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তানিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com