সিলেট ২৮শে জুন, ২০২২ ইং | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ১১, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে স্ত্রীকে নদীর পারে রেখে নৌকা আনতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে হরিধন সরকার (২৫) নামে এক স্বামী। শুক্রবার দুপুরে আগুয়া গ্রামের পার্শ্ববর্তী নদীতে এ ঘটনা ঘটে। হরিধন সরকার আগুয়া গ্রামের বাসিন্দা। রাত ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ মিলেনি।
বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, হরিধন সরকার নামে ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে অন্যত্র বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে নদী পারাপারের জন্য কোন নৌকা পাচ্ছিলেন না তিনি। এসময় তিনি নিজেই নদীর অপর পার থেকে একটি নৌকা আনার জন্য পানিতে নামলে নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান তিনি।
পরে স্থানীয় লোকজন অনেক খুজাখুজি করলেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। ফলে হরিধনের পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com