সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২২
প্রজন্ম ডেস্ক:
সদ্য ঘোষিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে কোনও আগ্রহ নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেন, ‘আমি বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না। কার বাজেট হচ্ছে? কারা বাজেট দিচ্ছে? যারা জনগণের প্রতিনিধিত্বশীল নয়, এটা তাদের বাজেট। ভবিষ্যতে আরও লুট করবে, তার একটা হিসাব হচ্ছে এই বাজেট। এ জন্য আমার আগ্রহ নেই। এতটুকু গুরুত্ব নেই আমার কাছে।’
বৃহস্পতিবার (৯ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার ৪টি ওয়ার্ডের কাউন্সিলে তিনি এসব কথা বলেন। এ সময় দলকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘গোটা জাতির জন্য খারাপ সময় যাচ্ছে। তারা মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। লুণ্ঠনের রাজত্ব সৃষ্টি করেছে তারা।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com