সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জুন ৯, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক।
নিহতরা হলেন- উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবউদ্দিনের ভাতিজা ফতেহপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে সাদনান হাসান স্মরণ (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল গ্রামের বজলু মিয়ার ছেলে জালাল মিয়া (২৫)।
আব্দুর রাজ্জাক জানান, দুই যুবক মোটরসাইকেলযোগে মাধবপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হাইওয়ে ইনের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্মরণ মারা যায়।
স্থানীয় লোকজন আহত জালালকে উদ্ধার করে ঢাকা নিয়ে যাওয়ার পথে নরসিংদী পৌঁছলে রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।
ওসি জানান, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ থানায় রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com