সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পৃথক দুটি ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করে আদালত।
বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
এজহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে লালপুর গ্রামের এক গানের শিল্পীকে আব্দুজহুর সেতু এলাকা থেকে তুলে নিয়ে শহরতলীর আম্বর পয়েন্ট এলাকায় দলবদ্ধ ধর্ষণ করে কয়েক বখাটে। এই ঘটনায় মেয়ের বাবার করা মামলায় দীর্ঘদিন শুনানি শেষে ৩ আসামীকে যাবজ্জীবন ও অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেলের দণ্ড প্রদান করে আদালত।
আসামীরা হলেন- মফিকুল ইসলামের ছেলে মনির মিয়া, আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া, আব্দুস ছালামের ছেলে শামীম মিয়া।
এছাড়াও একই বছর দোয়ারাবাজার ছাতক থানাধীন দিঘলী চানপুর গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাজন মিয়া নামে আসামিকে যাবজ্জীবন ও এক লক্ষ টাকা জরিমানা এবং অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকার জরিমানা প্রদান করা হয়।
আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com