সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
সংবাদ বিজ্ঞপ্তি:
হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংঙ্গতি রেখে নিম্নতম মাসিক বিশ হাজার টাকা দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন‘র উদ্যেগে গত রবিবার (৫ জুন) বিকাল ৫টায় নগরীর তালতলাস্থ জেলা কার্যালয় সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে জেলা সহ সভাপতি মো. ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হারুনুর রশিদ, সিলেট জেলা হোটেল মিষ্টি বেকারী এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের মহানগর কমিটির আহবায়ক মো. রাসেল মিয়া, জেলা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অন্তর ইসলাম জাবেদ, প্রচার সম্পাদক মো. আমিন উল্লাহ আলামিন, যুগ্ম আহবায়ক মো. আল আমিন, সদস্য মো. হাবিবুর রহমান পাপ্পু, জালালাবাদ থানা কমিটির প্রচার সম্পাদক মো. উবায়দুল হক, এয়ার্পোট থানা কমিটির যুগ্ম আহবায়ক মো. রিদয় আহমদ, মহানগর এর কার্যকারী কমিটির সদস্য মো. সেজওয়ান আহমদ, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মো. সাকিল, মো. নজির, মো. জুবায়ের, মো. কামরুল, মো. সাগর, মো.আমিনুর, মো. মুন্না, পাবেল,মো. রুহেল, মো. শফিক, মো. রিপন, নাজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংঙ্গতি রেখে নিম্নতম মাসিক বিশ হাজার টাকা দাবি সময়ের বিচারে অত্যন্ত যৌক্তিক ও গ্রহণ যোগ্য তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বিবেচনায় দুবেলায় দুমুঠো ডাল ভাল খেয়ে পরে অন্তত মানুষ হিসেবে বেচে থাকার জন্য অনতি বিলম্বে বিশ হাজার টাকা ঘোষনা করার জোর দাবী জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com