সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরসভার মেয়র প্রার্থী ফারুকুল হক নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন। চামচ প্রতীক নিয়ে ভোটারদের কাছে গিয়ে বলছেন-এই প্রতীক প্রতিবাদী মানুষের। পৌরবাসীর প্রকৃত উন্নয়ন হবে চামচ প্রতীকে ভোট দিলে। সর্বত্র চামচ মার্কার জয়জয়কার শোর ওঠেছে। তিনি বলেন, পৌরসভা হবে দূর্নীতি ও সিন্ডিকেটমুক্ত। কোন বিশেষ এলাকা নয়, প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন করা হবে।
ফারুকুল হক শনিবারও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
তিনি শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌরসভার খাসা পন্ডিতপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তব্যদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তার সাথে সদর ইউপির সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবক আবু তাহের, শ্রমিক নেতা হুমায়ুন কবির আকিলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com