সিলেট ২৯শে জুন, ২০২২ ইং | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে পুলিশ বাহিনীর অভিযানে বিভিন্ন জায়গা থেকে সাজাপ্রাপ্ত পলাতক ৬ আসামী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (৩ জুন) উপজেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র হুসেন আহমদ। হুসেন আহমদ একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। এক বছরের সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে গোলাপগঞ্জ পৌরসভার গোডাউন রোড এলাকার আব্দুল হাশিম চৌধুরীর পুত্র এনাম আহমদ চৌধুরী, গোটারগাও এলাকার মৃত সুরুজ আলীর পুত্র মুসলিম উদ্দিন, ফখরুল ইসলাম, আতিক মিয়া, একই এলাকার মৃত মকরম আলীর পুত্র কমর উদ্দিন কে আটক করে পুলিশ।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com