প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ানীবাজার থেকে ছাত্রলীগ কর্মী নিখোঁজ

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ণ
বিয়ানীবাজার থেকে ছাত্রলীগ কর্মী নিখোঁজ

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

বিয়ানীবাজারের দুবাগ এলাকা থেকে ছাত্রলীগ কর্মী মুহাম্মদ জাবির আহমদ (২২) নিখোঁজ হয়েছেন। সম্প্রতি তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। পুলিশ নিখোঁজ তরুণকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে।

জাবির উপজেলার মেওয়া (পূর্ব মহল্লা) গ্রামের আজমান আলীর ছেলে।

গত ১১ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ হন বলে তার পারিবারিক সূত্র জানায়। তিনি স্থানীয় ছাত্রলীগের মূলধারা গ্রুপের সাথে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে।

 

কোথাও তার সন্ধান পাওয়া গেলে বিয়ানীবাজার থানা অথবা তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Sharing is caring!