সিলেট ২৮শে জুন, ২০২২ ইং | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২২
প্রজন্ম ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নার্ভাস হয়ে গেছে। বুঝতে পেরেছেন তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেছে। মসনদ নড়বড়ে হয়ে গেছে। তাই খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করছেন।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে যে কটূক্তি করেছেন তার ধিক্কার জানানোর ভাষা নেই আমাদের। যেভাবেই হোক তিনি প্রধানমন্ত্রী। তার মুখে এমন কথা মানায় না। দেশের মানুষ সহ্য করতে পারেনি। প্রতিবাদ জানিয়েছে। সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজে এই ভাষা যায় না।
তিনি বলেন, পদ্মা সেতু জনগণের টাকায় হয়েছে। আওয়ামী লীগের টাকায় না। এই সেতুতে কত টাকা খরচ হয়েছে জনগণ তা জানতে চায়। হিসাব প্রকাশ করুন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বানিজ্যিক কার্য্যালয়ঃ উত্তর বাজার,কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com