প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৬ হিজরি

মাথিউরায় জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ শিক্ষার্থীকে প্রণোদনা প্রদান

editor
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫, ০১:০৫ অপরাহ্ণ
মাথিউরায় জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ শিক্ষার্থীকে প্রণোদনা প্রদান

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আরেঙ্গাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণীর ৪০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা স্বরূপ এককালীন নগদ আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ প্রণোদনা প্রদান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালেদ সাইফুদ্দিন জাফরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ সেন্টার লন্ডন’র সহ সভাপতি এডভোকেট জাহিদুর রহমান, ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের চেয়ারম্যান ও ক্লিন মাথিউরা প্রজেক্টের ফাউন্ডার রাহুল এ রহমান, ইউপি সদস্য সৈয়দুর রহমান সৈয়দ, প্রবীণ মুরব্বি আব্দুল করিম রাইব উদ্দিন ও সেলিম উদ্দিন এবং দ্যা লোকাল টাইমস’র সম্পাদক শহিদুল ইসলাম সাজু।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থার ভিত খ্যাত প্রাথমিক শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা স্বরূপ প্রণোদনা প্রদান করায় জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, স্থানীয় এলাকার প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা যোগাতে জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ প্রশংসার দাবিদার। এসময় বক্তারা আগামীতেও ফাউন্ডেশনটি এ ধরনের শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রেজাউল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলী রানী পুরকায়স্থ, রিতা খানম, ফরিদা ইয়াছমিন শিউলী, মো. জাকারিয়া আলম, শারমিন আক্তার লিজা ও জুলফা বেগম, জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের সদস্য তারেক আহমদ, ছালেহ আহমদ, শামসুর রহমান, শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী দুই সহোদর সফটওয়্যার প্রকৌশলী মো. সাহিদুর রহমান সুমন এবং আতিকুর রহমান মোহন তাদের প্রয়াত পিতা-মাতার নামে ২০১৭ সালে জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর এ ফাউন্ডেশন স্থানীয় এলাকার শিক্ষা বিস্তার ও মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে অগ্রগতি বৃদ্ধি করার লক্ষ্যে মেধাবৃত্তি বিতরণ, প্রণোদনা প্রদান, ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Sharing is caring!