প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

কানাইঘাট সদর ইউপিতে ফ্যামিলী কার্ডে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

admin
প্রকাশিত
কানাইঘাট সদর ইউপিতে ফ্যামিলী কার্ডে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন

কানাইঘাট প্রতিনিধি:
সারাদেশের ন্যায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে ফ্যামিলী কার্ডধারীদের মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য সামগ্রী বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার সকাল ১০ টায় কানাইঘাট সদর ইউনিয়নে ছোটদেশ নয়াবাজারসহ ৩টি পয়েন্টে ফ্যামিলী কার্ডধারীদের মাঝে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহীকর্মকর্তা সুমন্ত ব্যানার্জি।

 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমদ চৌধুরী, উপজেলা খাদ্য পরিদর্শক মুর্শিদা বেগম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রথম পর্যায়ে রমজান মাসকে সামনে রেখে সদর ইউনিয়নের টিসিবি’র ফ্যামিলী কার্ডধারী ১২২৫ জনের মধ্যে ২ লিটার ভোজ্য তৈল, ২ কেজি চিনি, ২ কেজি মশুরডাল, ৪৬০ টাকা মূল্যেবিক্রি করা হয়। একই দিনে ৩নং দিঘীরপাড় ইউনিয়নের ১০৭৮ জন ফ্যামিলী কার্ডধারীদের মধ্যে এসব পণ্যসামগ্রী বিক্রি করা হয়।

সংবাদটি শেয়ার করুন।