প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
২২শে রজব, ১৪৪৬ হিজরি

বনলতা সেনের অপেক্ষায় নাবিলা

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ০১:৩০ অপরাহ্ণ
বনলতা সেনের অপেক্ষায় নাবিলা

 

বিনোদন ডেস্ক:

মাসুমা রহমান নাবিলা। একজন বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী। ২০০৬-এ টিভি উপস্থাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর তাকে বেশকিছু বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায়। তারপর ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নাবিলা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’। এরপর সবশেষ শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় দেখা যায়।

নাবিলা বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে তিনি অপেক্ষায় আছেন ‘বনলতা সেন’ ছবি নিয়ে, যেটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।

এ নিয়ে নাবিলা বলেন, ‘সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনো তাই। তবে এর মাঝে আমি একটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমার নাম ‘বনলতা সেন’। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আমার খুব পছন্দের একটি কাজ। আমি যতটা জানি সিনেমাটি এ বছরের প্রথমভাগে মুক্তি পাবে। তাই বনলতা সেনের অপেক্ষায় আছি।’ বনলতা সেন ছবির শুটিং শেষ হয়েছে।

২০২৩ সালের শুরুর দিকে নাবিলা অভিনীত এই ছবিটির শুটিং শুরু হয়। ‘বনলতা সেন’ ছবিটি ২০২১-২২ সালের সরকারি অনুদান পায়।

Sharing is caring!