প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠিত

admin
প্রকাশিত
বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এ শপধ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মজিবুর রহমান ই্উপি চেয়ারম্যানগণকে শপথ পাঠ করিয়ে স্বচ্ছতার সাথে দায়িত্বপালনের জন্য অনুরোধ করেন।

 

জেলা প্রশাসক মজিবুর রহমান শপথ অনুষ্ঠানে বলেন, তৃণমুল উন্নয়নে চেয়ারম্যানগণের দায়িত্ব অপরিসীম। তারা একদম গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের সাথে মিলেমিশে দায়িত্ব পালন করতে পারেন। সকলশ্রেণীর মানুষের কল্যাণেও নিজেদের নিয়োজিত করার সুযোগ রয়েছে তাদের। তিনি অনিয়মের উর্ধ্বে ওঠে জনপ্রতিনিধিগণকে কাজ করার তাগিদ দেন।

 

বিয়ানীবাজার উপজেলার আলীনগরে আহবাবুর রহমান খান শিশু, চারখাইয়ে হোসেন মুরাদ চৌধুরী, শেওলায় জহুর উদ্দিন, দুবাগে জালাল উদ্দিন, কুড়ারবাজারে তুতিউর রহমান তুতা, মাথিউরায় আমান উদ্দিন, তিলপাড়ায় মাহবুবুর রহমান, মুড়িয়ায় ফরিদ আহমদ, মুল্লাপুরে আব্দুল মন্নান ও লাউতায় দেলোওয়ার হোসেন শপথ পাঠ শেষে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন। আগামীকাল বৃহস্পতিবার চেয়ারম্যানগণ ইউপি কার্যালয়ে গিয়ে দায়িত্ব বুখে নিতে পারেন বলে জানা গেছে।

 

শপথ পাঠ শেষে এক প্রতিক্রিয়ায় চারখাই ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করে জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার সর্বাত্মক চেষ্টা করবো। ইউনিয়নবাসীর প্রত্যাশার বাস্তবায়ন ঘটিয়ে নিজেকে স্বচ্ছভাবে পরিচালিত করবো।

এদিকে অগামী ৩০ জানুয়ারী উপজেলার সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের কাছে শপথ পাঠ করবেন।

সংবাদটি শেয়ার করুন।