প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

সিলেটের প্রথম জয়, তৃতীয় হার ঢাকার

admin
প্রকাশিত
সিলেটের প্রথম জয়, তৃতীয় হার ঢাকার

 

ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে সিলেট সানরাইজার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারকাসমৃদ্ধ দল মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এবারের আসরে এটি সিলেটের প্রথম জয়। অন্যদিকে এবারের আসরে চার ম্যাচে তৃতীয় পরাজয় ঢাকার।

ঢাকার দেওয়া ১০১ রানের টার্গেটে ৭ উইকেট ও ১৮ বল হাতে রেখেই পৌঁছে যায় সিলেট। ওপেনার এনামুল হক বিজয় সর্বোচ্চ ৪৫ রান করেন। কলিন ইনগ্রাম ২১ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া মোহাম্মদ মিঠুন ১৭ ও লেন্ডল সিমন্স ১৬ রান করেন।

ঢাকার পক্ষে সেরা বোলার ছিলেন এক বছরেরও বেশি সময় পর মাঠে ফেরা মাশরাফি। ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন তিনি। অন্য উইকেটটি নিয়েছেন হাসান মুরাদ।

এর আগে, ১০০ রানে অলআউট হয় ঢাকা। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন। শুভাগত হোম ১৬ বলে ২১ রান করেন।

ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ৩০ বলে ১৫ রানে করেন। কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি। এক বছরেরও বেশি সময় পর মাঠে ফেরা মাশরাফি করেন ২ রান। সিলেটের পক্ষে নাজমুল ইসলাম অপু ১৮ রানের বিনিময়ে চার উইকেট নেন। আর ২২ রানে তিনটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। সোহাগ গাজি দখল করেন দুটি উইকেট।

সংবাদটি শেয়ার করুন।