প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই রজব, ১৪৪৬ হিজরি

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা : বিদেশি অ স্ত্র সহ আ ট ক ছাত্রলীগ নেতা

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ণ
পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা : বিদেশি অ স্ত্র সহ আ ট ক ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে এক ছাত্রলীগ নেতাসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১টি বিদেশি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভেড়ামারা-প্রাগপুর রোডের হাওয়াখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রজব সরকার দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে ও তার সহযোগী দুর্জয় একই এলাকার মো. ফজলুল হকের ছেলে। রজব সরকার দৌলতপুর উপজেলার মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি।

জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় গিয়েছিলেন। ভেড়ামারার হাওয়া খালি নামক স্থানে রজব সরকার ও দুর্জয় তাদের ভুয়া পুলিশ পরিচয়ে পথরোধ করে। অবৈধ মাল আছে বলে এ সময় তারা ব্যবসায়ীদের মারধর করে।

একপর্যায়ে স্থানীয়রা ছিনতাইকারী দুই জনকে বেঁধে রেখে পুলিশকে জানালে তারা গিয়ে রজব সরকারের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং দুর্জয়ের কাছ থেকে ১টি বিদেশি চাকুসহ আটক করে।

ভুক্তভোগী জহুরুল জানান, উপজেলার হাওয়াখালি নামকস্থানে আমাদেরকে দুজন পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে। পরে আমাদের পকেট চেক করতে থাকে। একপর্যায়ে আমরা চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে তাদের বেঁধে রাখে।

Sharing is caring!