প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

প্রচন্ড শীতে জবুথবু বিয়ানীবাজার

admin
প্রকাশিত
প্রচন্ড শীতে জবুথবু বিয়ানীবাজার

 

স্টাফ রিপোর্টার:

প্রচন্ড শীতে জবুথবু বিয়ানীবাজারের জনপদ। গত দু’দিন থেকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা কমেছে। বৃহস্পতিবার থেকে দুপুরের আগে সূর্যের দেখা পাওয়া যাচ্ছেনা। দুপুরের পর সূর্যের দেখা মিললেও তাপ নেই।

শিগগিরই শীত কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর কনকনে শীতের কারণে সন্ধ্যার পর থেকে বাইরে মানুষের চলাচল কমে গেছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার বিকেলে বিয়ানীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

সে অনুযায়ী বিয়ানীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। তবে আগের দিন বৃহস্পতিবারই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার শৈত্যপ্রবাহ কেটে গেলেও দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলেনি। কুয়াশাচ্ছন্ন ছিল বিয়ানীবাজারের প্রকৃতি। সকাল থেকে ঘন কুয়াশা ছিল চারপাশে।

সংবাদটি শেয়ার করুন।