প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মাঝ আকাশে ৪শ’ যাত্রী নিয়ে মুখোমুখি দুই প্লেন

admin
প্রকাশিত
মাঝ আকাশে ৪শ’ যাত্রী নিয়ে মুখোমুখি দুই প্লেন

আন্তর্জাতিক ডেস্ক:

মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিলো দুই যাত্রীবাহী বিমানের। তবে শেষ মুহূর্তের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান দুই বিমানের ৪শ’ আরোহী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, গত ৯ জানুয়ারির এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠছে ব্যাঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) বিরুদ্ধে।

 

দেশটির কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে তদন্তে শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। যদিও ব্যাঙ্গালুরুর বিমানবন্দরের লগবুকে বিষয়টি নথিভুক্ত নেই।

 

এদিকে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে মাঝ আকাশে দুই প্লেনের মুখোমুখি চলে আসার ঘটনা সম্পর্কে কিছু বলা হয়নি। যদিও ডিজিসিএয়ের প্রধান অরুণ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিজিসিএ জানায়, মাঝ আকাশে মুখোমুখি চলে আসা দুইটি প্লেনই ইন্ডিগো এয়ারলাইনসের। প্রথমটি, ব্যাঙ্গালুরু-কলকাতা ৬-ই৪৫৫। দ্বিতীয়টি ব্যাঙ্গালুরু-ভুবনেশ্বর ৬-ই২৪৬।

 

পাঁচ মিনিটের ব্যবধানে প্লেন দুইটি ব্যাঙ্গালুরু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটিসির ভুল নির্দেশের কারণেই প্লেন দুইটি একই উচ্চতায় চলে এসেছিলো।

 

তাছাড়া কয়েকদিন আগেই দুবাই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ভারতগামী দুইটি প্লেনের মধ্যে বড় সংঘর্ষের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়েছিলো। শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

 

সংবাদটি শেয়ার করুন।