স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ জোগানদাতা ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দানকারী আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) রাত দেড়টায় গোপন তথ্যর ভিত্তিতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশের স্পেশাল টিম।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাট করে বেরাতেন তিনি। সেই সঙ্গে নিজেকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলেও পরিচয় দিতেন।
Sharing is caring!