প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

সিলেটে কিশোরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

admin
প্রকাশিত
সিলেটে কিশোরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

সিলেট অফিস:
সিলেটে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

তায়েফ আহমদ (১৭) নামের ওই কিশোর নগরীর বাগবাড়ি এলাকার মো. লাল মিয়ার ছেলে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী মেডিকেলের ভেতরে কলেজের রাস্তার সামনে তাকে কে বা কারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতাল ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

 

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তার নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

 

আহত তায়েফের চাচা ফারুক মিয়া বলেন, কে বা কারা কী কারণে ছুরিকাঘাত করেছে এখনও জানতে পারেননি। তায়েফের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে আরও ৪ ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে।

 

একজন আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

 

তিনি রবিবার বিকাল ৩টায় বলেন, এ ঘটনায় একজনকে ছুরিসহ আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। থানায় আসলে নাম-ঠিকানা পাবো এবং কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সেটি জানতে পারবো।

সংবাদটি শেয়ার করুন।