প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

হাইকোর্টে রিট : শপথগ্রহণ করতে পারছেন না কুলাউড়ার নবনির্বাচিতরা!

admin
প্রকাশিত
হাইকোর্টে রিট : শপথগ্রহণ করতে পারছেন না কুলাউড়ার নবনির্বাচিতরা!

কুলাউড়া প্রতিনিধি:

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার নবনির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা শপথগ্রহণ করতে পারছেন না। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজানের করা হাইকোর্টের রিটের কারণে শপথ গ্রহণে আইনী জটিলতা দেখা দিয়েছে।

 

বুধবার (৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল।

 

তিনি জানান, ৪ জানুয়ারি কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণের অনুষ্ঠান ছিল মৌলভীবাজার জেলা প্রশাসকের সভাকক্ষে। একই দিন বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ছিল ইউপি সদস্যদের শপথ গ্রহণ। কিন্তু কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাজান ভোট পুনঃগণনা ও ফের নির্বাচনের দাবিতে হাইকোর্টের রিটের কারণে তা স্থগিত হয়ে যায়।

 

তিনি আরও জানান, নির্বাচন কমিশন থেকে চিঠি আসলে কুলাউড়া সদর ইউনিয়ন ছাড়া অন্যান্য নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা শপথ গ্রহণ করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন।