প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

কানাইঘাটের ৯টি ইউপিতে ভোটগ্রহণ চলছে

admin
প্রকাশিত
কানাইঘাটের ৯টি ইউপিতে ভোটগ্রহণ চলছে

কানাইঘাট প্রতিনিধি :

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার ৯ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে উপজেলাজুড়ে বইছে ভোটের আমেজ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

নির্বাচনে কোন প্রার্থী ও তার সমর্থকরা ভোট কেন্দ্রে বিশৃংখলা প্রদান ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান, কেন্দ্র দখল ও ব্যালেট পেপার ছিনতাই ও ব্যালেটে হাত দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন।

 

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ প্রশাসন ও র্যািব, বিজিবি’র টিম টহল দিচ্ছে।

 

৯টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৩জন সাধারন সদস্য পদে ৪২৭ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য ১০১ জন প্রতিদ্বন্ধিতা করছেন। উপজেলার ৯ টি ইউনিয়নে ৮৫টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১লাখ ৬৮ হাজার ৪৯৩ জন।

সংবাদটি শেয়ার করুন।