প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

দুই কারণে বেঁচে যাচ্ছে আনচেলত্তির চাকরি

editor
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ণ
দুই কারণে বেঁচে যাচ্ছে আনচেলত্তির চাকরি

স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির ভাগ্য ঝুলছে অনেকদিন। সেই ভাগ্য ফেরানোর মঞ্চ হতে পারত মরুর বুকে স্প্যানিশ সুপার কাপ। বছরের প্রথম এল ক্লাসিকো জিততে পারলে এক ঢিলে তিন পাখি শিকার করতে পারতেন ইতালিয়ান কোচ— লা লিগায় বার্সেলোনার কাছে শেষ হারের শোধ নিতে পারতেন, ট্রফিটা বাগিয়ে নিতে পারতেন এবং চাকরিটাও টিকিয়ে দিতে পারতেন। সৌদি আরবে সেদিন কিছুই হয়নি, বরং রিয়ালে তার ভবিষৎ আরও গোলমেলে হয়েছে।

বার্সার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে শিরোপা খোয়ানোর পর কথা উঠেছে, অতি সত্তর আনচেলত্তিকে বিদায় করবে রিয়াল। স্প্যানিশ দৈনিক দিয়ারিও এস জানিয়েছে, এই মাসটা দেখেই সিদ্ধান্ত নেবে মাদ্রিদের ক্লাবটি। তবে ‍দুটি কারণ দেখিয়েছে ফুটবল স্প্যানা। স্প্যানিশ মিডিয়ার বরাতে জানিয়েছে এসব কারণেই টিকে যাবে আনচেলত্তির চাকরি। তবে সেটিও এই মৌসুম পর্যন্ত। যদি দারুণ কিছু করতে পারেন ইতালিয়ান বস, তবে বাকিটা দেখা যাবে।

ফুটবল স্প্যানা জানিয়েছে, এই মুহুর্তে আনচেলত্তিকে রিয়াল চাইলেই ছাড়তে পারবে না। প্রথমত, সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি তাকে কিছুটা ছাড় দিয়েছে। লস ব্লাঙ্কোস ডেরায় চোটের ধাবা থাকায় এমন ব্যর্থতাকেও সমীহ করছে রিয়াল। দ্বিতীয়টি— সবকিছু বিবেচনার বাইরে নিয়ে এখনই যদি আনচেলত্তিকে স্যাকড করে, তবে শীতকালীন ট্রান্সফারে তাৎক্ষণিক ভাবে রিয়ালের কোচ হতে পারে অমন কাউকে আনতে পারবে না। তাই কিছুটা সময় নিচ্ছে স্পেনের শীর্ষ ক্লাবটি।

গুঞ্জন আছে, আনচেলত্তি বাদ পড়লে সেই জায়গায় কোচ হয়ে আসতে পারেন সান্তিয়াগো সোলারি। তাকে নিয়ে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে জোর আলোচনা। সাবেক এই রিয়াল ফুটবলার এর আগে ২০১৮-২০১৯ দলটির কোচের দায়িত্বে ছিলেন। তবে চাকরি বাঁচাতে এই মৌসুমে দারুণ কিছু করতে হবে আনচেলত্তিকে। তার দল লা লিগা টেবিলে এই মুহুর্তে দুইয়ে আছে।

Sharing is caring!