প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
১৫ই রজব, ১৪৪৬ হিজরি

চলছে থেরাপি, চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ণ
চলছে থেরাপি, চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:
লন্ডনের বিখ্যাত চিকিৎসালয় ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

লন্ডনের স্থানীয় সময় শনিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ডা. জাহিদ আবেগপ্রবণ স্বরে বলেন, ‘আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তাররা দেখে গেছেন। বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আজ আরও ভালো আছেন। তাঁর স্বাস্থ্যের উন্নিত হচ্ছে।’

জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন। তিনি আরও জানান, লন্ডনে শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাক্তাররা নিয়মিত যত্নসহকারে ম্যাডাম’কে দেখছেন। তাঁর স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলমান। তিনি পরিবারের সবার সঙ্গে সময় দিচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁকে নিয়মিত ফিজিওথেরাপিও দেয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়া নেফ্রোল‌জিস্ট, কা‌র্ডিওল‌জিস্ট ও ইনটেনসি‌ভিস্ট চি‌কিৎসকরা ওনাকে দেখেছেন।

তিনি বলেন, তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, সৈয়দা শামায়লা রহমান, ‌খালেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় ওনার দেখভাল করছেন। পরিবারের মাঝে থেকে গল্পগুজবে ভালো দিন কাটছে চেয়ারপার্সনের।

তিনি আরও বলেন, গেলো শুক্রবার থেকে ওনার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চি‌কিৎসা চলার পর ওনার শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে।

৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন।

প্রতিদিনই খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান ও তার পরিবার। শনিবারও স্থানীয় সময় বিকেল চারটার দিকে স্ত্রী জুবাইদাসহ তারেক রহমানকে হাসপাতালে ঢুকতে দেখা গেছে। চিকিৎসকের পরামর্শে চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া।

তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। মাঝেমধ্যে খুবই অল্প ভাত খাচ্ছেন তিনি।

দেখা করতে গিয়ে শনিবার রাত ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া এখন মানসিকভাবেও যথেষ্ট চাঙা রয়েছেন। পরিবারকে কাছে পেয়ে তিনি অনেকটা ভালো আছেন। ছেলে, ছেলের বউ ও নাতনিদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন তিনি। এখন আগের চেয়ে অনেক ভালো রয়েছেন, এমন চিকিৎসা আগে হলে অনেক ভালো হতো।

তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।

Sharing is caring!